ফেসবুককে কিছু টাকা দিয়ে যেকোনো Facebook page promote করানোর প্রক্রিয়া যথেষ্ট লাভজনক। তাছাড়া, এই মাধ্যমে পেজ জনপ্রিয় করার ক্ষেত্রে আপনার কোনো ধরণের কাজ করতে হবেনা। সবটাই, Facebook নিজে নিজেই করবে এবং আপনার পেজে তাড়াতাড়ি প্রচুর likes এবং followers নিয়ে আসবে।
তবে, টাকা ছাড়াও কিভাবে আপনার পেইজ কে আরো জনপ্রিয় করতে পারেন সেটাই বলবো আজকের পোষ্টে। তাছাড়া, যখন পেজের content বা post গুলো লোকেরা অধিক পছন্দ করবেন, সেই ক্ষেত্রেও আপনার পেজটিকে জনপ্রিয় বলা যেতে পারে।
তাহলে চলুন, নিচে আমরা জেনেনেই, “কিভাবে একটি ফেসবুক পেজ জনপ্রিয় ও পপুলার করা যেতে পারে তার ১০ টি লাভজনক উপায় গুলোর বিষয়ে”।
১. নিয়মিত পোস্ট করতে হবে
২. সঠিক কনটেন্ট পোস্ট করতে হবে
৩. আলাদা আলাদা কনটেন্ট পোস্ট করতে হবে
৪. আপনার চেনা পরিচিত লোকেদের ও বন্ধুদের কে পেইজে ইনভাইট করতে হবে
৫. অন্যান্য গ্রুপে (Group) পেজ শেয়ার করতে হবে
৬. নিজের ফেসবুক পেজে সম্পূর্ণ সেটিং করতে হবে
৭. অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পেজ প্রোমোট করতে হবে
৮. পেজে কনটেস্ট (contest) এর আয়োজন করা যেতে পারে
৯. জনপ্রিয় ও ট্রেন্ডিং বিষয় নিয়ে পোষ্ট তৈরি করতে হবে
১০. Hashtag (#) এর ব্যবহার করা যেতে পারে
মূলত ফেসবুক পেজ জনপ্রিয় করার উপায় একটায়, আর সেটা হলো নিজের পেজে লোকেদের ব্যস্ত রাখার কৌশল। আর, Facebook user দের নিজের পেজে ব্যস্ত করে রাখার জন্য, আপনার regular ভালো ভালো ও মজাদার কনটেন্ট পোস্ট করতেই হবে। একটি পেজ কেবল তখন জনপ্রিয় হয়ে দাঁড়াতে পারে, যখন সেখানে সাধারণ ইউসাররা তাদের মনের মতো content বা information পেয়ে থাকে। তাই, আপনার page এর audience বা followers রা কিরকম কনটেন্ট পছন্দ করেন, সেটা আপনার খুঁজে বের করতে হবে। এছাড়াও পর্যায় ক্রমে উপর এর ১০ টি উপায় এর প্রত্যাক টা নিয়ে আরো বিস্তারিত ভাবে পোষ্ট করা হবে আমাদের পেইজে। তাই সাথেই থাকুন, এবং অবশ্যই আমাদের পোষ্ট টি কেমন লেগেছে জানাবেন।
ধন্যবাদ