সঠিক ভাবে ফেসবুক বিজনেস পেইজ খোলার নিয়ম

সঠিক ভাবে ফেসবুক বিজনেস পেইজ খোলার নিয়ম – এমন অনেকে আছেন যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে চাই। কিন্ত তারা জানেন না কিভাবে প্রথমে শুরু করতে হবে বা কিভাবে ফেসবুক পেজ খুলতে হয় এর ব্যাপারে

তারা হয়তো মনে করে একটি বিজনেস পেজ তৈরি করা মনে হয় অনেক কঠিন। আসলে বিষয়টা তেমন না, এটা তৈরি করার নিয়ম খুবই সহজ। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের বলবো ফেসবুক পেজ খোলার নিয়ম।

বর্তমান এই ডিজিটাল যুগে আমরা সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আসি। যেমন ফেসবুক, টুইটার, ইনষ্টাগ্রাম, ইউটিউব। এই সকল সোশ্যাল মিডিয়া গুলোতে কিন্ত আমরা সকলে প্রায় এক্টিভ থাকি।

আমাদের দেওয়া এই সিস্টেম এর মাধ্যমে আপনি আপনার পুরাতন বিজনেস পেইজ কেউ খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি। (বাংলাদেশের প্রেক্ষাপটে ই-কমার্স নিয়ে আগ্রহী বা কাজ করছেন এরকম এর মধ্যে প্রায় ৭০% মানুষই মোবাইলের মাধ্যমেই সব কিছু করে থাকেন, তাই আমাদের নিচের দেওয়া ধাপ গুলো মোবাইল ইউজার দের কথা চিন্তা করেই সাজানো হয়েছে। তবে আপনার যদি ল্যাপটপ বা ডেক্সটপ থাকে, তাহলে আপনিও নিচের ধাপ গুলো ফলো করে খুব সহজেই পেইজ ক্রিয়েট করতে পারবেন বলে আশা করি।)

ধাপ – ১ঃ প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ ওপেন করে ফেসবুক লগইন করুন। এবার উপরের ছবির মতো ৩টে লাইনে ক্লিক করুন।

ধাপ – ২ঃ এবার মেনু অপশন থেকে Pages লেখা অপশনে ক্লিক করুন।

ধাপ – ৩ঃ এবার আপনি Create নামের একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। এবার পরের ধাপে Get Started অপশনে ক্লিক করুন।

ধাপ – ৪ঃ এবার আপনাকে Page Name দেওয়ার জন্য বলা হবে। আপনি যে নামে পেজ খুলতে চান সেই নাম লিখুন। এটা হতে পারে যেকোনো নাম। আমি যেমন আমার পেজের নাম দিয়েছি আমার ব্লগের নামের সাথে মিল রেখে।

একই ভাবে আপনি ও নিজের ওয়েবসাইট, বিজনেস, কোম্পানি ইত্যাদির নাম দিতে পারবেন। এর পরে next অপশনে ক্লিক করুন।

ধাপ -৫ঃ এবার আপনার পেজ যে ক্যাটাগরির সেই category সিলেক্ট করে next অপশনে ক্লিক করুন। আপনি আপনার বিজনেস রিলেটেড সবচেয়ে কাছের ক্যাটাগরি টি সিলেক্ট করুন যেমনঃ শাড়ী ব্যাবসার জন্য “Women’s Clothing Store” ক্যাটাগরি সিলেক্ট করবেন।

ধাপ – ৬ঃ পরের অপশনে আপনাকে ওয়েবসাইটের নাম দেওয়ার জন্য বলা হবে। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহালে নাম দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তাহালে নিচে i don’t have website অপশনে ক্লিক করে next বাটুনে ক্লিক করুন।

ধাপ – ৭ঃ এবার আপনার ফেসবুক পেজের কভার ফটো এবং প্রোফাইল ফটো আপলোড করে নিচে থাকা done অপশনে ক্লিক করুন।

স্বগতম আপনার Facebook page খোলার কাজ সম্পর্ন হয়েছে। এবার আপনাকে পেজের হোম পেজের more অপশনে গিয়ে edit page info অপশনে ক্লিক করে description, locution, email, phone number ইত্যাদি গুলো দিন।

এছাড়াও আপনার পেইজ কে আরো আকর্ষণীয় এবং কাস্টমারের গ্রহন যোগ্যতার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের পোষ্ট টি আপনার কাছে কেমন লাগেছে তা অবশ্যই জানানেবন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *